ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আমিরাতে নতুন করে আক্রান্ত ৭২ জন, মোট ৪০৫

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৫:২৭ এএম, ২৮ মার্চ ২০২০

সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরও ৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪০৫ জনে।

শুক্রবার (২৭ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, আজ ৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪০৫ জন, মারা গেছেন ২ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৫৫ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি।

বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত ৫ লাখ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৬ হাজার ৯৪৭ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লাখ ৩২ হাজার মানুষ।

বিএ