ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

স্পেনে মৃত্যুসংখ্যা ৫ হাজার ছুঁই ছুঁই, আক্রান্ত ৬৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:২৮ এএম, ২৮ মার্চ ২০২০

গত কয়েক সপ্তাহে করোনাভাইসের প্রকোপে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে স্পেন। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৫৬৯ জন। এ নিয়ে সেখানে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৪ জন।

এদিন স্পেনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ২৭৩ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৯ জন।

ইউরোপের দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত ৯ হাজার ৩৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধলক্ষ মানুষ। এদের মধ্যে অন্তত ৪ হাজার ১৬৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

করোনার সংক্রমণ ঠেকাতে গত বৃহস্পতিবার লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে স্পেন। ইতোমধ্যে চীন থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রীও সংগ্রহ করেছে দেশটি। স্প্যানিশ সরকার বলেছে, করোনাভাইরাসের বিস্তার ও প্রাণহানি ঠেকাতে গিয়ে যুদ্ধের মুখোমুখি হয়েছে তারা।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি। এ পর্যন্ত অন্তত ৫ লাখ ৭৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৬ হাজার ৪২৩ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ।

সূত্র: ওয়ার্ল্ডওমিটার
কেএএ/