ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লোকজনকে আইসোলেশনে থাকার অনুরোধ দক্ষিণ কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৭ মার্চ ২০২০

লোকজনকে বাড়িতেই আইসোলেশনে থাকার অনুরোধ জানিয়েছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। শুক্রবার এক বিবৃতি লোকজনকে বাড়িতেই অবস্থানের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে।

দেশটিতে করোনার বিস্তার প্রতিরোধ করতেই এমন ঘোষণা দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন জানিয়েছে, সেখানে নতুন করে আরও ৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৩২।

নতুন করে সেখানে আরও ৮ জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা ১৩৯। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫২৮ জন। এদিকে, দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটিতে কর্মরত বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

south-2.jpg

তবে প্রথমদিকে, দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বেশি হলেও এখন সেখানে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য নীতির মহাপরিচালক ইয়োন তাই হো এক সংবাদ সম্মেলনে বলেন, আবহাওয়া আগের চেয়ে ভালো হয়ে যাওয়ায় অনেকেই হয়তো বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন।

তিনি বলেন, সামাজিক দূরত্ব এক বা দু'জন মেনে চললেই আমরা সফল হতে পারব না। বরং এজন্য পুরো দেশের মানুষকেই এটা মেনে চলতে হবে। এদিকে, শুক্রবার ইউনাইটেড স্টেটস ফোর্স কোরিয়া (ইউএসএফকে) জানিয়েছে, সেখানকার এক মার্কিন ঠিকাদার করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দুই মার্কিন সেনাসহ ইউএসএফকে'র ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

টিটিএন/এমএস