করোনাভাইরাস : কুয়েতে বাসের পর এবার ট্যাক্সি চলাচল বন্ধের নির্দেশ
করোনাভাইরাসের বিস্তার রোধে কুয়েতে শুক্রবার (২৭ মার্চ) থেকে ট্যাক্সি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) কুয়েতের মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় আরব টাইমস পত্রিকার এক সংস্করণে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ট্যাক্সি চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।
করোনাভাইরাস রোধে দেশটিতে এর আগে থেকে গণপরিবহন বাস চলাচল বন্ধ রয়েছে।
কুয়েতে এ পর্যন্ত মোট ২০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ জন।
এসআর/এমএস