ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১১৪৩, আক্রান্ত ৮০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:২৭ এএম, ২৭ মার্চ ২০২০

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৬ জন, নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮৭১ জন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৩ জন, আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ।

দেশটিতে এপর্যন্ত ১ হাজার ৮৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৭৬ হাজারের বেশি। এদের মধ্যে অন্তত ২ হাজার ১১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের প্রায় অর্ধেকই নিউ ইয়র্কে। অঙ্গরাজ্যটি প্রায় ৪০ হাজার মানুষের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস ধরা পড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ভয়াবহতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, বৈশ্বিক মহামারির পরবর্তী কেন্দ্র হতে পারে যুক্তরাষ্ট্র।

করোনাভাইরাসের কারণে যারা চাকরি হারিয়েছেন সেসব ব্যক্তিকে চার মাসের বেতন দেয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ভুক্তভোগীদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠিয়ে দেয়া হবে। আগামী তিন সপ্তাহের মধ্যেই সবাই এই অর্থ পেয়ে যাবেন বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মুচিন।

সূত্র: ওয়ার্ল্ডওমিটার, সিএনএন
কেএএ/