নিউ ইয়র্কের বাইরে গেলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রকোপ দ্রুত গতিতে বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত ৫৪ হাজার ৯৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৭৮৪ জন।
যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। অন্যান্য অঙ্গরাজ্যের চেয়ে সেখানেই আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।
সে কারণেই নিউ ইয়র্কে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। নিউ ইয়র্ক মেট্রো অঞ্চল থেকে বের হয়ে অন্য কোন অঙ্গরাজ্যে গেলে প্রত্যেককে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।
মঙ্গলবার হোয়াইট হাউস এই ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের করোনভাইরাস প্রতিক্রিয়া সংস্থার দায়িত্বে থাকা ড. দেবোরাহ বার্কস কড়াকড়ির বিষয়ে জানিয়েছেন।
বার্কস হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চল ছেড়ে যাওয়া লোকেরা অসুস্থ নাও হতে পারেন তবে ভাইরাসে আক্রান্ত হতে পারেন। যুক্তরাষ্ট্রে শতকরা ৫৬ ভাগ করোনায আক্রান্ত মানুষ নিউ ইয়র্ক মেট্রো এলাকার।
এই মহামারী সম্পর্কে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শদাতা ড. অ্যান্টনি ফাউসি বলেন, নিউইয়র্ক সিটি থেকে অন্য অঙ্গরাজ্যে যাওয়া প্রতি এক হাজারে একজন করোনায় আক্রান্ত হচ্ছে। নিউইয়র্ক সিটিতে অন্যান্য অঞ্চলের তুলনায় আট থেকে দশগুণ বেশি সংক্রমণের হার।
তাই ওই অঙ্গরাজ্যে করোনার বিস্তার ঠেকাতে এবং সেখান থেকে যেন অন্য অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
টিটিএন/জেআইএম