ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়াল, সুস্থ ১ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৫৬ পিএম, ২৪ মার্চ ২০২০

চার লাখের কোটাও পার হয়ে গেল নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ১ লাখ ৩ হাজার ৭৪৮ জন। এখনও চিকিৎসাধীন ২ লাখ ৭৯ হাজার ২১৩ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৫১ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত ১৯৬টি দেশ ও অঞ্চলে।

করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। দেশটিতে এপর্যন্ত ৬ হাজার ৭৭ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত প্রায় ৬৪ হাজার। সেখানে এখনও ৫০ হাজারের বেশি মানুষ চিকিৎসাধীন। এদের মধ্যে অন্তত ৩ হাজার ২০৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ইউরোপের দেশটিতে এপর্যন্ত ৭ হাজার ৪৩২ জন সুস্থ হয়ে উঠেছেন।

সারাবিশ্বের মধ্যে এখনও করোনায় আক্রান্তের সংখ্যায় সবার ওপরে চীন। দেশটিতে মোট ৮১ হাজার ১৭১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ হাজার ২৭৭ জন। চিকিৎসা নিয়ে সুস্থ ৭৩ হাজার ১৫৯ জন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১৭৪ জন, মারা গেছেন ৬১৬ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪৪০ জন। দেশটিতে এপর্যন্ত মাত্র ২৯৫ জন সুস্থ হয়েছেন।

এরপর স্পেনে মোট আক্রান্ত ৩৯ হাজার ৬১৬ জন, মৃত্যু ২ হাজার ৮০০ জনের; জার্মানিতে আক্রান্ত ৩১ হাজার ৩৭০ জন, মৃত্যু ১৩৩ জনের এবং ইরানে ২৪ হাজার ৮১১ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১ হাজার ৯৩৪ জন। এ তিনটি দেশে এখনও অন্তত ৭৭ হাজার মানুষ হাসপাতালে চিকিৎসাধীন, বিপরীতে সুস্থ হয়েছেন প্রায় ১৪ হাজার।

সূত্র: ওয়ার্ল্ডওমিটার
কেএএ/