ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এবার লকডাউনে ব্রিটেন

ফিরোজ আহম্মেদ বিপুল | প্রকাশিত: ০৫:২২ এএম, ২৪ মার্চ ২০২০

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী তিন সপ্তাহের জন্য যুক্তরাজ্য লকডাউন ঘোষণা করেছেন। তিনি আজ রাত থেকে পুরো দেশবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে সরকারের নিদের্শনা না মানলে জরিমানা করার আদেশ দিয়েছেন।

তিনি বলেছেন, জরুরি পণ্যসামগ্রী ও ওষুধ ক্রয়, দিনে একবার ব্যায়াম এবং কাজের জন্য ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন ঘোষণা দেন। সোমবার রাত সাড়ে আটটায় দেয়া ভাষণে বলেন, জনগণ এসব নির্দেশ অমান্য করলে পুলিশ ব্যবস্থা নেবে।

একসঙ্গে দুইজনের বেশি জমায়েত নিষিদ্ধ করে তিনি বলেন, আইন ভঙ্গকারীদের জরিমানা করা হবে। বিধি লঙ্ঘনে ৩০ পাউন্ড থেকে ১০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দোকান ছাড়া অন্যান্য সবধরনের দোকান অনতিবিলম্বে বন্ধের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। লাইব্রেরি, খেলার স্থান, ব্যায়ামাগার এমনকি উপাসনালয়ও বন্ধ থাকবে বলে ঘোষণা দেন বরিস। পার্ক খোলা থাকলেও জনসমাগম থাকবে সীমিত।

বরিস জনসন বলেন, পারলৌকিক ক্রীয়া ব্যতীত সকল ধরনের সামাজিক অনুষ্ঠান, বিয়ে বন্ধ থাকবে। তিন সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

তিনি বলেন, শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ঝুঁকি মোকাবিলা করছে যুক্তরাজ্য। সকলে মিলে এই ভাইরাসের বিস্তার ঠেকাতে হবে। এমন একটি সময় আসবে যখন বিশ্বের কোনো স্বাস্থ্য ব্যবস্থা এই ভাইরাসের মোকাবিলা করতে পারবে না। কারণ পর্যাপ্ত পরিমাণে ভেনটিলেট, ইনটেনসিভ বেড, ডাক্তার এবং নার্স নেই।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৩৩৫ জন করোনাভাইরাসে মারা গেছেন এবং ৬৬৫০ জন আক্রান্ত হয়েছেন। এনএইচএস জানিয়েছে, যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তাদের অধিকাংশের বয়স ৪৭ থেকে ১০৫ বছরের মধ্যে। দেশটির রাজধানী শহর লন্ডনেই গত ২৪ ঘণ্টায় ১৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে একদিনে লন্ডনে এত মৃত্যুর ঘটনা ঘটেনি।

এমআরএম