ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরানকে ২০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দেবে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:২৮ পিএম, ২৩ মার্চ ২০২০

করোনাভাইরাসের কবলে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের অবস্থা নাজেহাল। প্রতিদিন শত শত মানুষের মৃত্যু হচ্ছে দেশটিতে। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে অন্য দেশ থেকে ওষুধও কিনতে পারছে না তারা। এমতাবস্থায় করোনায় বিপর্যস্ত দেশটির পাশে দাঁড়াল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাণঘাতী করোনার বিস্তার রোধ ও ভাইরাসটি প্রতিরোধের জন্য ইরানকে ২০ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। উৎপত্তিস্থল চীনের পর এশিয়ায় করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ এখন ইরান।

ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ প্রতিনিধি জোশেফ বরেল জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে ইরানে ইইউয়ের এই মানবিক সাহায্য পৌঁছে দেওয়া হবে। তিনি সিএনএনকে বলেন, ‌‘মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটি (ইরান) মারাত্মক বিপদে পড়ার কারণেই আমরা তাদেরকে এই সাহায্য করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এই পরিস্থিতিতে বিশ্বাস করি যে, এটা পুনরায় নিশ্চিত করতে হবে, মানবিক বাণিজ্য ও পণ্য যেন দেশগুলোতে মানবিক স্তরে সরবরাহ করা যায়। এর অর্থ কৃষিপণ্য। এর অর্থ ওষুধ। এর অর্থ মেডিকেল স্টাফ-যা মার্কিন নিষেধাজ্ঞায় নেই।’

ইরানের বর্তমান পরিস্থিতি খুবই শোচনীয়। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাকে জানান, নতুন করে ১ হাজার ৪১১ জনকে কোভিড-১৯ রোগে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। গত একদিনে ১২৭ মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৮১২ জন। চীন, ইতালি ও স্পেনের পর মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় ইরানের অবস্থান।

অবশ্য এর আগে যুক্তরাষ্ট্র করোনা মোকাবিলায় তেহরানকে সাহায্য করার কথা জানালেও ইরান কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র যদি তাদের সাহায্য করতে চায় তাহলে আগে তাদের দেশের ওপর আরোপি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 

এসএ