ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইতালির লোম্বার্ডিতেই একদিনে আরও ৩২০ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৩৭ পিএম, ২৩ মার্চ ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ইউরোপের দেশ ইতালি বিপর্যস্ত। শুধু দেশটির উত্তরের লোম্বার্ডি অঞ্চলেই গত একদিনে ৩২০ জন মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে অঞ্চলটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৩ হাজার ৭৭০ জন প্রাণ হারালেন। খবর আলজাজিরা।

বার্তা সংস্থা রয়টার্স সূত্রের বরাতে তাদের এক প্রতিবেদনেও এ খবর জানিয়েছে। ইতালির অর্থনৈতিক রাজধানী হিসেবে খ্যাত মিলান শহরও লোম্বার্ডি অঞ্চলেই অবস্থিত। সর্বশেষ খবর অনুযায়ী, গত একদিনে ওই অঞ্চলে নতুন করে প্রাণঘাতী করোনায় আরও দেড় সহস্রাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৭৬০ জনে।

তবে গত রোববারের চেয়ে আজ সোমবার অঞ্চলটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা কমেছে। রোববার সেখানে কোভিড-১৯ রোগে ৩৬১ জনের মৃত্যু এবং ১ হাজার ৬৯১ জন আক্রান্ত হয়েছিলেন। রোববার ইতালিজুড়ে করোনায় ৬৫১ জন প্রাণ হারান। তার অর্ধেকের বেশি ছিল সেখানে।

চীনে ভাইরাসটির উৎপত্তি হলেও ইউরোপকে করোনা প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরমধ্যে ইতালি সবচেয়ে বেশি বিপর্যস্ত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫ হাজার ৪৭৬ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৩৮। চীনের চেয়ে ইতালিতে প্রায় দ্বিগুণ মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ৪৩৩ জন। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৮২৩টি। তবে আক্রান্তদের মধ্যে ১ লাখ ৬৬৫ জন সুস্থ হয়েছেন। ইতালি ছাড়াও স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইরানের অবস্থা এখন শোচনীয়।

এসএ