ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সবধরনের পর্যটক প্রবেশ নিষিদ্ধ করলো হংকং

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২৩ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দু’সপ্তাহের জন্য সবধরনের পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে হংকং। বিদেশফেরত নাগরিকদের মাধ্যমে ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটি।

সোমবার এক সংবাদ সম্মেলনে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম জানান, আগামী বুধবার (২৫ মার্চ) থেকে ১৪ দিন শহরটিতে সবধরনের পর্যটক প্রবেশ বন্ধ থাকবে। করোনার মহামারি প্রতিরোধে আরও বিস্তৃত ব্যবস্থা নেয়াসহ কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্যকারীদের কঠোর সাজার ঘোষণা দেন তিনি।

এদিন হংকংজুড়ে অন্তত ৮ হাজার ৬০০ রেস্টুরেন্ট, বার, ক্লাবসহ মদ বিক্রির লাইসেন্সধারী সব প্রতিষ্ঠান বন্ধ করতে আইন সংশোধনেরও কথা জানান ক্যারি লাম।

হংকংয়ে বিদেশফেরত নাগরিকদের প্রবেশের পর অন্তত ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার সরকারি নির্দেশনার সময়সীমা শেষ হয়েছে গত সপ্তাহে। এরপর থেকেই অঞ্চলটিতে অসংখ্য প্রবাসী ও বিদেশি নাগরিক প্রবেশ করেন, যাদের মধ্যে অনেকের শরীরেই নভেল করোনাভাইরাস ধরা পড়েছে। একারণে এবার দু’সপ্তাহের জন্য সবধরনের পর্যটক প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

hong-kong

এর আগে, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, ভাইরাস আক্রান্ত ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে কোয়ারেন্টাইনে পাঠানোসহ বেশ কিছু কার্যকর ব্যবস্থা নিয়েছে হংকং। ফলে সেখানে করোনার সংক্রমণ খুব বেশি বিস্তার লাভ করতে পারেনি।

চীনের মূল ভূখণ্ডের একদম কাছে হলেও করোনা প্রতিরোধে দারুণ সফলতা দেখাচ্ছে হংকং। শহরটিতে এ পর্যন্ত ৩১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, এদের মধ্যে মারা গেছেন চারজন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। বিশ্বজুড়ে এতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৬৯৬ জন। প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ হাজার ৭৫৬ জন। আক্রান্তদের মধ্যে প্রায় এক লাখ মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

কেএএ/জেআইএম