ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মার্কিন সিনেটর র‌্যান্ড পল করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:০২ এএম, ২৩ মার্চ ২০২০

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়ানোর পাশাপাশি আরেকটি সংবাদ দেশটিতে বেশ আতঙ্ক তৈরি করেছে। মার্কিন সিনেটর র‌্যান্ড পলের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। ওই সিনেটর নিজেই তার করোনা আক্রান্তের খবর টুইটারে জানিয়েছেন।

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী সিনেটর পলের করোনা পজিটিভ হওয়ার খবর জানার পর বাকি সব মার্কিন সিনেটরের করোনা পরীক্ষা করার দাবি উঠেছে খোদ সিনেটেই। আরেক জ্যেষ্ঠ সিনেটর মিট রমনি এ দাবি তুলেছেন।

রোববার তার টুইটারে দেওয়া এক বার্তায় পল নিজেই জানান, ‌‌‌‘সিনেটর র্যান্ড পল কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তার অবস্থা এখন ভালো এবং তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। তার শরীরে কোনো উপসর্গ দেখা না দেওয়া সত্ত্বেও তিনি বেশ কিছু স্থানে ভ্রমণ ও আয়োজনে যোগ দেওয়ার কারণে পরীক্ষা কারন। কোনো মানুষের প্রত্যক্ষ সংস্পর্শে আসার বিষয়টি নিয়ে তিনি সচেতন ছিলেন না।’

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সিনেটর মিট রমনি এই খবর শোনার পর বলেন, কেন্টাকি অঙ্গরাজ্যের সিনেটর র‌্যান্ড পল করোনায় আক্রান্ত হয়েছেন। সহকর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর সব সিনেটরের স্বাস্থ্যগত পরামর্শ মেনে চলতে হবে। আমাদের মধ্যে যেন এই ভাইরাসে বিস্তার না ঘটতে পারে এরজন্য আমাদের শিগগিরই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

রমনি আরও বলেন, ‘আমরা পলের সঙ্গে দুপুরের খাবার খেয়েছি। আশা করি তিনি ভালো আছেন। কিন্তু একই স্থানে বসে খাওয়ার কারণে আমাদের সবাইকেও সেলফ কোয়ারেন্টাইনে যাওয়া উচিত। পলের কোভিড-১৯ রোগে আক্রান্তের কথা শুনে খুবই খারাপ লাগছে। আগামী দিনগুলোতে তার মঙ্গল কামনা করছি।’

এসএ