ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জার্মানিতে ২ জনের বেশি একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা

হাবিবুল্লাহ আল বাহার | জার্মানি থেকে | প্রকাশিত: ১২:১৮ এএম, ২৩ মার্চ ২০২০

করোনাভাইরাসের বিস্তার ঠেকানো এবং জনসমাগম নিয়ন্ত্রণে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ভাইরাসটির নতুন প্রাদুর্ভাবস্থল ইউরোপের দেশ জার্মানি। আগামীকাল থেকে দুই জনের বেশি মানুষ একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার সরকারি ঘোষণায় এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত জার্মানিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭১৪ জন। আক্রান্তদের মধ্যে  ৯২ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যার দিক থেকে চীন, ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রের পরই জার্মানির অবস্থান।

গতকাল শনিবার থেকে দেশটির ১৬টির মধ্যে বায়ার্ন মিউনিখ এবং সারল্যান্ড প্রদেশকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া এই দুই প্রদেশের কেউ বাইরে বের হলে দুই বছরের জেল বা পঁচিশ হাজার ইউরো (২৫ লাখ টাকার বেশি) জরিমানার বিধান করা হয়েছে।

সরকারি এই নিষেধাজ্ঞার কারণে কেউ বাইরে বের হলে পুলিশ অথবা দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট যথাযথ কারণ সাপেক্ষে প্রমাণ পেশ করতে হচ্ছে। তা না করলে সঙ্গে সঙ্গে জরিমানা করা হচ্ছে আইন অমান্যকারীদের। 

এর আগে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটির সীমান্ত এবং সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও সরকারি নির্দেশনা অনুযায় দেশটির মসজিদ, গির্জা ও মন্দিরসহ সব ধরনের  উপাসনালয় বন্ধ রাখা হয়েছে।

গত সপ্তাহে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এক টেলিভিশন ভাষণে বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি আর কখনো হয়নি। করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

এসএ