ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এবার গাজায় হানা করোনার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৮ এএম, ২২ মার্চ ২০২০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই করোনা রোগী শনাক্ত করা হয়েছে। রোববার গাজা কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। তারা দুজনই পাকিস্তান ভ্রমণের সময় করোনায় আক্রান্ত হন এবং বর্তমানে তারা কোয়ারেন্টাইনে রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই নাগরিক বৃহস্পতিবার পাকিস্তান থেকে ফেরার পর করোনা পরীক্ষা করা হয় এবং ফলাফল পজিটিভ আসে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কদর বলেছেন, এই দুই করোনা রোগী পুরুষ এবং তাদের বয়স যথাক্রমে ৩০ ও ৪০। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

স্বাধীনতাকামী ফিলিস্তিনের সংগঠন হামাস উপকূলীয় এই উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পর ২০০৭ সাল থেকে ইসরায়েল কর্তৃক অবরুদ্ধ গাজা।

বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, গাজায় করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়লে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে সেখানে।

বিশ্বব্যাপী করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ায় ঘনবসতিপূর্ণ উপত্যকাটিতে সেখানকার নাগরিকদের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েল ও মিশর।

গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে গাজা উপত্যকায় ২ হাজার ৭০০ জন নাগরিক হোম-কোয়ারেন্টাইনে রয়েছেন। এদের অধিকাংশই মিশর ভ্রমণ করে এসেছেন।

সূত্র : চ্যানেল নিউজ এশিয়া

এসআর