স্পেনে আরও ২৩৩ মৃত্যু
মহামারি করোনাভাইরাসে স্পেনে আরও ২৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩২৬ জন। গতকাল শুক্রবার এই সংখ্যা ছিল ১ হাজার ২ জন।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, স্পেনে এখন মোট কোভিড-১৯ রোগে আক্রান্তের ঘটনা ২৪ হাজার ৯২৬টি। গতকাল শুক্রবার এই সংখ্যা ছিল ১৯ হাজার ৯৮০ জন।
কোভিড-১৯ রোগে মৃত্যুর দিকে দিয়ে উৎপত্তিস্থল চীন এবং ইতালির পর এখন স্পেনের অবস্থান।
করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৩২ জনের। এছাড়া কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৭২৯। তবে আক্রান্তদের মধ্যে ৯৩ হাজার ৫৬৪ জন সুস্থ হয়েছেন।
এসএ