মার্কিন ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মী করোনায় আক্রান্ত
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কার্যালয়ের এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এক মুখপাত্র জানিয়েছেন, ওই কর্মী অসুস্থ বোধ করায় তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তার করোনার টেস্টের ফলাফল পজেটিভ এসেছে।
যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার পরেও লোকজনের সংস্পর্শ এড়িয়ে চলছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তারা এখনও আগের মতোই লোকজনের সংস্পর্শে থাকছেন।
করোনা মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। সে কারণে বিশ্বের সব দেশের মানুষজন লোকজনের সংস্পর্শ এড়িয়ে চলছেন। কার কাছ থেকে কে কখন এই ভাইরাসে আক্রান্ত হবেন তাতো বলা যায় না। কিছুদিন আগেই ব্রাজিলের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরেই শোনা যায় যে ব্রাজিলের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হয়েছেন।
এরপরেই ট্রাম্পের শরীরে করোনার উপস্থিতি আছে কীনা তা জানতে টেস্ট করা হয়। ওই টেস্টের ফলাফল নেগেটিভ এসেছিল। তাছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই করোনাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছিলেন না। অন্তত তার কথা আর কজে এমনটাই মনে হয়েছে।
করোনার প্রাদুর্ভাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান জানান দিতে প্রতিদিনই হোয়াইট হাউস থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এসব সংবাদ সম্মেলনে প্রতিদিনই ট্রাম্পের পাশে অবস্থান করতে দেখা গেছে মাইক পেন্সকে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৬৪৩ এবং এই ভাইরাসে মারা গেছে ২৬৩ জন। এদিকে, নিউইয়র্ক অঙ্গরাজ্যকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। মানুষের জীবনের জন্য অপরিহার্য নয় এমন ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ থাকবে।
শুক্রবার সকালে নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এ ঘোষণা দেন। স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। আদেশ অমান্য করলে জরিমানা গুনতে হবে।
টিটিএন/এমএস