ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনা: বিশাল দুই জাহাজকে অস্থায়ী হাসপাতাল বানাবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:২২ এএম, ২০ মার্চ ২০২০

যুক্তরাজ্যে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা আরও বাড়লে বিশাল দুই প্রমোদতরীকে অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহার করা হতে পারে। ইতোমধ্যেই দেশটির সরকারের কাছে এ প্রস্তাব পাঠিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, স্প্রিট অব ডিসকোভারি ও সাগা স্যাফায়ার নামে প্রমোদতরী দু’টি টেমস নদীতে নোঙ্গর করে রয়েছে। দেশটিতে কোভিড-১৯ রোগী হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে বেশি হয়ে গেলে এ দু’টি জাহাজ ভাসমান হাসপাতাল হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

জানা যায়, জাহাজ দু’টিতে দুই হাজারেরও বেশি কেবিন রয়েছে, যেগুলো সহজেই করোনা আক্রান্ত রোগীদের আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে। তবে এ বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হয়নি কোনও কর্তৃপক্ষই।

jagonews24

করোনা সংক্রমণের কারণে আপাতত সব প্রমোদতরী বন্ধ রেখেছে ব্রিটিশ ক্রুজশিপ কোম্পানিগুলো। শুধু তিলবুরি বন্দরেই নোঙ্গর করে রয়েছে সাতটি প্রমোদতরী।

যুক্তরাজ্যে দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৯২ জন, মারা গেছেন ১৩৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন অন্তত ৩৩ জন।

সূত্র: ডেইলি মেইল
কেএএ/