ইরানে করোনায় একদিনে সর্বোচ্চ ১৪৭ জনের প্রাণহানি
ইরানে নতুন করে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৪৭ জনের প্রাণ কেড়েছে নতুন করোনাভাইরাস; যা দেশটিতে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে করোনায় মৃত্যু হলো ১ হাজার ১৩৫ জনের। বুধবার দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইজি টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানই এই প্রাদুর্ভাবের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতেও করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে; যারা ইরান সফর করে ফেরার পর করোনায় আক্রান্ত হয়েছেন বলে দেশগুলোর সরকার জানিয়েছে।
ইরানের কোম শহরে বিখ্যাত কিছু পবিত্র ধর্মীয় স্থাপনা রয়েছে; যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাগরিকদের বেশি যাতায়াত রয়েছে। আলী রেজা রাইজি ইরানের নাগরিকদের কমপক্ষে দুই সপ্তাহের জন্য বাড়িতে অবস্থানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনসাধারণ সহযোগিতা করলে দুই সপ্তাহের মধ্যে এই ভাইরাসের লাগাম টানার লড়াইয়ে অনেকাংশে সফল হওয়া যাবে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর লক্ষ্যে গত তিন সপ্তাহ ধরে মসজিদে জুমার নামাজ বাতিল করেছে ইরান। আগামী শুক্রবার ইরানি নববর্ষ নওরোজ উদযাপন করবেন দেশটির অনেক নাগরিক। ফলে দেশটিতে এই ভাইরাসের বিস্তার আবারও দ্রত ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
করোনায় বিপর্যন্ত ইরান এই ভাইরাসের বিস্তার ঠেকানোর লড়াইয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। প্রত্যেকদিনই দেশটিতে আগের দিনের সংক্রমণ এবং মৃত্যু ছাড়িয়ে যাচ্ছে। দেশটিতে বুধবার নতুন করে এক হাজার ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত এখন ১৭ হাজার ৩৬১।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। তখন থেকে নতুন এই ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণ গেছে ৮ হাজার ১৬০ জনের। এছাড়া এতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩ হাজার ৫৬৭ এবং সুস্থ হয়েছেন ৮২ হাজার ৮১৩ জন।
সূত্র: এপি, রয়টার্স।
এসআইএস/এমএস