ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিদেশে করোনায় আক্রান্ত ২৭৬ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৮ মার্চ ২০২০

বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ২৭৬ ভারতীয় নাগরিক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ইরানে; যেখানে ২৫৫ ভারতীয় করোনায় সংক্রমিত হয়েছেন। বুধবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে এসব তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন।

তিনি বলেছেন, ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৭। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রাণ হারিয়েছেন তিনজন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন বলেন, দেশের বাইরে কমপক্ষে ২৭৬ ভারতীয় করোনা সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে ২৫৫ জনই ইরানে। অন্যদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ১২ জন, ইতালিতে পাঁচজন এবং হংকং, কুয়েত, রুয়ান্ডা এবং শ্রীলঙ্কায় একজন করে আক্রান্ত হয়েছেন।

এদিকে, সোমবার চতুর্থ দফায় ইরান থেকে আরও ৫৩ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। এ পর্যন্ত করোনা বিধ্বস্ত ইরান থেকে চার দফায় মোট ৩৮৯ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

ইরানে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৯৮৮ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১৬৯ এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৮৯ জন।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। তখন থেকে নতুন এই ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণ গেছে ৮ হাজার ১২ জনের। এছাড়া এতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ২ হাজার ২৬৮ এবং সুস্থ হয়েছেন ৮২ হাজার ৮১৩ জন।

সূত্র: এনডিটিভি, ওয়ার্ল্ডমিটার।

এসআইএস/এমকেএইচ