ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সীমান্ত সম্পূর্ণ বন্ধের পরিকল্পনা ইইউয়ের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার সীমান্ত সম্পূর্ণরুপে বন্ধ করার পরিকল্পনা করছে ইউরোপীয়ান কমিশন। ভাইরাসটি প্রতিরোধে ইতোমধ্যে ইউরোপের অনেক দেশ বিধিনিষেধ আরোপসহ সীমান্ত বন্ধ করেছে। এবার ইউরোপের শেনঝেনভুক্ত দেশে অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ করার পথে কমিশন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, মঙ্গলবার থেকেই এই বিধিনিষেধ আরোপ করা যায় কিনা এ নিয়ে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। তার মতে, ‘ভ্রমণ যত কম হবে, তত আমরা ভাইরাসটি প্রতিরোধ করতে পারবো।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ইউরোপের বাহ্যিক সীমান্ত পর্যটকদের জন্য বন্ধ করা হবে। টেলিভিশন ভাষষে সোমবার তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট বা চূড়ান্ত উপায় হিসেবে ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত এবং ইইউভুক্ত দেশগুলির মধ্যে সব ধরনের ভ্রমণ স্থগিত করা হবে।’

ইইউ কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লেয়েন এক ভিডিও কনফারেন্সে জানিয়েছেন, দীর্ঘমেয়াদী বাসিন্দা, ইইউ নাগরিক এবং কূটনীতিকদের পরিবারের সদস্যদের ছাড় দেওয়া হবে। পাশাপাশি আন্তঃসীমান্ত এবং স্বাস্থ্যসেবা কর্মী এবং লোকজনের পণ্য পরিবহন করা হবে। এই পদক্ষেপ অন্তত ৩০ দিন স্থায়ী হবে।

শেনঝেন চুক্তির কারণে সীমান্ত তল্লাশি ছাড়াই লোকজন ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোতে অবাধে চলাচল করতে পারে। এছাড়া ইইউ সদস্য কিন্তু শেনঝেনভূক্ত নয় এমন দেশগুলোকেও এই নিষেধাজ্ঞা প্রয়োগ করার আমন্ত্রণ জানানো হয়েছে। এরমধ্যে সম্প্রতি ইইউ ত্যাগ করা যুক্তরাজ্যও আছে।

এসএ/এমএস