ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনার সমাধান দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা মোদির

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৩০ এএম, ১৭ মার্চ ২০২০

সারাবিশ্বে অব্যাহত রয়েছে করোনাভারইরাস আতঙ্ক। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত সাত হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫৫০।

বিশ্বের অন্তত ১৫০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। ভাইরাসের কেন্দ্রস্থল চীনের উহানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, এখন মাথাব্যথা ইতালিসহ গোটা ইউরোপ নিয়ে।

এদিকে ভারতেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে এখনও পর্যন্ত ১১৯ জনের শরীরে মিলেছে এই মারণ ভাইরাসের জীবাণু। মারা গেছেন দুইজন।

এরই মধ্যে করোনা রুখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন চ্যালেঞ্জ আনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যিনি বা যারা এই সমস্যা সমাধানের রাস্তা বলতে পারবেন, তাদের জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

করোনা পরিস্থিতি নিয়ে ভারতবাসীকে আশ্বস্ত করেছেন মোদি। তার কথায়, চিন্তার কোনো কারণ নেই। এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সরকার যথাসাধ্য বন্দোবস্ত করেছে। সমস্ত স্তরে বিভিন্ন পর্যায়ের এজেন্সি এবং কর্মীরা কাজ করছেন। সবাই চেষ্টা করছেন যাতে করোনা ছড়িয়ে না পড়ে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার দেশজুড়ে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ব্যায়ামাগার, সুইমিংপুলের মতো জনবহুল স্থানগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। দেশটির কেন্দ্রীয় সরকার সোমবার এই ঘোষণা দেয়।

এছাড়া অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ঘরে বসে কাজ করার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্র সরকারের আগে দিল্লির রাজ্য সরকার করোনার বিস্তার ঠেকাতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে। এর মধ্যে ৫০ জনের জমায়েত নিষিদ্ধও অন্তর্ভুক্ত।

দিল্লিতে যেকোনো ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনা মোকাবিলায় ভারতে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। ১০৭৫ এবং ১৮০০-১১২-৫৪৫ ফোন করলে সর্বক্ষণ মিলবে পরিষেবা।

ইতোমধ্যে পশ্চিমবঙ্গে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে সমস্ত সিনেমা হল ও অডিটোরিয়াম ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অন্যান্য রাজ্যও সতকর্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

বিএ/জেআইএম