ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনা: চীনে স্থানীয়দের চেয়ে বিদেশফেরত রোগীর সংখ্যা বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৫ মার্চ ২০২০

টানা দ্বিতীয় দিন চীনের মূল ভূ-খণ্ডে করোনা আক্রান্ত নতুন রোগীর চেয়ে বিদেশফেরত রোগীর সংখ্যা বেশি হয়েছে। শনিবার দেশটিতে নতুন ২০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, এদের মধ্যে ১৬ জনই বিদেশফেরত। বাকি চারজন করোনাভাইরাসের উৎস উহান শহরের। রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) এ তথ্য জানিয়েছে।

এর আগে, গত শুক্রবার দেশটিতে নতুন ১১ জন করোনা রোগী শনাক্ত হন, এদের মধ্যেও বেশিরভাগই বিদেশফেরত নাগরিক।

নতুন করে করোনা আক্রান্ত বিদেশফেরত নাগরিকদের মধ্যে বেইজিংয়ে পাঁচ, সাংহাইয়ে তিন, ঝেজিয়াং প্রদেশে চার, গানসু প্রদেশে তিন ও গুয়াংডং প্রদেশের একজন রয়েছেন। এ নিয়ে চীনে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৮৪৪ জন।

corona-21

শনিবার দেশটিতে করোনা আক্রান্ত ১০ জন মারা গেছেন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৯ জন। চীনে করোনা আক্রান্তদের মধ্যে ৬৬ হাজার ৯১৩ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। চিকিৎসাধীন অন্তত ১০ হাজার ৭৩২ জন।

এনএইচসি জানিয়েছে, শনিবার টানা ১০ম দিনের মতো উহান বাদে হুবেই প্রদেশে নতুন করে আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। অঞ্চলটিতে অন্তত ৫ কোটি ৬০ লাখ মানুষ অবরুদ্ধ রয়েছেন। গত ডিসেম্বরে করোনা সংক্রমণ শুরুর পর থেকে কার্যকর ব্যবস্থা নেয়ায় তিনমাসের মধ্যেই মহামারি নিয়ন্ত্রণে এনেছে চীন। শনিবার থেকে নিষেধাজ্ঞাও কিছুটা শিথিল করেছে কর্তৃপক্ষ।

হুবেই কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে মাঝারি ও নিম্ন ঝুঁকি সম্পন্ন এলাকাগুলোতে মানুষ বের হতে পারবে। তবে প্রদেশের বাইরে যাওয়ার ওপর এখনও নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া, উহানে কবে নাগাদ নিষেধাজ্ঞা শিথিল হবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

সূত্র: রয়টার্স

কেএএ/এমএস