ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনাভাইরাসে নিউ ইয়র্কে ২য় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৫ মার্চ ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২য় মৃত্যুর ঘটনা ঘটেছে নিউ ইয়র্কে। ৬৫ বছর বয়সী এক ব্যক্তি কোভিড-১৯-য়ে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। মৃত ওই ব্যক্তি রকল্যান্ড কাউন্টির বাসিন্দা।

মৃত্যুর পরই তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শনিবার করোনার ফলাফল পজেটিভ এসেছে। ওই ব্যক্তি আরও কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

এর আগে নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার রাতে ৮২ বছর বয়সী এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিউ ইয়র্ক সিটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

নিউইয়র্ক শহরের গভর্নর অ্যান্ড্রু কুমো ওই নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, সম্প্রতি নিউ ইয়র্ক সিটি হাসপাতালে ওই নারীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। তবে করোনাভাইরাসে মৃত্যু হলেও তার দেহে আগে থেকে শ্বাসকষ্টজনিত রোগের লক্ষণ ছিল।

নিউ ইয়র্কে এখন পর্যন্ত ৫২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৩৬ এবং মারা গেছে ৫৭ জন।

টিটিএন/এমএস