ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনায় ‘বিপর্যস্ত’ জ্যামাইকায় নার্স সংকট

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:২৬ পিএম, ১৪ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জ্যামাইকাকে বিপর্যস্ত এলাকা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস। পাশাপাশি, এই সংকট মোকাবিলায় কিউবা থেকে অন্তত ১০০ নার্স সহায়তা চেয়েছে ক্যারিবিয়ান দেশটি।

শুক্রবার থেকে একাধিক টুইটে জ্যামাইকান প্রধানমন্ত্রী জানান, করোনা সংক্রমণের কারণে যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে জ্যামাইকা কর্তৃপক্ষ। শুধু জ্যামাইকান নাগরিক এবং বিশেষ অনুমতিপ্রাপ্তরা যুক্তরাজ্য থেকে জ্যামাইকায় প্রবেশ করতে পারবেন। বিদেশ থেকে আগতরা অন্তত দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকবেন।

ইতোমধ্যেই দেশটির কিছু অঞ্চল কোয়ান্টাইন জোন ঘোষণা করা হয়েছে। সংকট মোকাবিলায় অবসরপ্রাপ্ত চিকিৎসাকর্মীদের আবারও কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে জ্যামাইকা সরকার। পাশাপাশি, করোনার সংক্রমণ বিষয়ে গুজবে কান না দেয়ারও আহ্বান জানিয়েছেন অ্যান্ড্রু হোলনেস।

জ্যামাইকায় এ পর্যন্ত অন্তত আটজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে, তবে এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স, টুইটার

কেএএ/এমকেএইচ