ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনাভাইরাস : যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচন এক বছরের জন্য স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:০৫ এএম, ১৪ মার্চ ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থানীয় ও মেয়র নির্বাচন স্থগিত করেছে যুক্তরাজ্য সরকার। আগামী এক বছরের মধ্যে দেশটিতে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

শুক্রবার (১৩ মার্চ) দেশটির মন্ত্রিপরিষদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, এক বছরের জন্য যুক্তরাজ্যে ভোট বাতিল করা হয়েছে। যেখানে ১১৮ জন ইংলিশ কাউন্সিলর, লন্ডন অ্যাসেম্বলি ও সাত প্রদেশের মেয়র নির্বাচন হওয়ার কথা ছিল।

এছাড়া লন্ডনের মেয়র নির্বাচন ও পুলিশ এবং অপরাধ কমিশনার নির্বাচনও বাতিল হয়েছে।

করোনাভাইরাসে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৭৯৮ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২০৮ জন নতুনভাবে শনাক্ত হয়েছে। ১১ জনের মৃত্যু হয়েছে। ১৮ জন সুস্থ হলেও ৭৬৯ জন এখনো চিকিৎসাধীন। যার মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৮৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯২০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাসে তিন জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

এফআর