করোনায় অস্ট্রিয়ায় প্রথম মৃত্যু
অস্ট্রিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সী এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার দেশটির ফ্রান্স যোসেফ হাসপাতালে মারা যান তিনি। অস্ট্রিয়ায় এই প্রথম করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী মৃত্যু হলো। বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৩ জন।
অস্ট্রিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬৮ জন। এর মধ্যে চারজন সুস্থ ঘরে ফিরেছেন।
করোনাভাইরাস নিয়ে প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে দেশটিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মাসব্যাপী বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া জনসমাগমের উপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রিয়া সরকার। ফলে শুক্রবারে মসজিদে জুম্মার নামাজ অনুষ্ঠিত হচ্ছে না।
করোনাভাইরাস বিস্তার রোধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এমনটাই আভাস দিয়েছে অস্ট্রিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বিশেষত হাসপাতালে জনসাধারণের পরিদর্শন সাময়িক বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র চারজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন একজন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭০ জন। তবে করোনার তাণ্ডব চলছে ইউরোপের দেশগুলোতে। ইতালিতে একদিনে মারা গেছেন আরও ১৮৯ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জন, আক্রান্ত ১৫ হাজার ১১৩ জন। স্পেনে একদিনে নতুন করে ৮৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৩১ জন।
ফ্রান্সে একদিনে ৫৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ১৩ জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জন। এছাড়া, ইরানে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫ জন, মারা গেছেন ৭৫ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করোনা রোগী ২২৪ জন, প্রাণহানি সাতজনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৭৯ এবং মৃত্যু ৬৭ জনের।
যুক্তরাষ্ট্রে আরও ৪২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২৫ ও প্রাণহানি ৪১ জনের।
এমআরএম/এমকেএইচ