ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনায় অবরুদ্ধ ইতালীয়দের ফ্রিতে পর্ন দেখার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১২ মার্চ ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অবরুদ্ধ ইতালিতে বসবাসকারীদের জন্য বিনামূল্যে প্রিমিয়াম ভিডিও দেখার সুযোগ দিয়েছে পর্ন সাইট পর্নহাব। আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইতালিতে বসবাসকারীরা ফ্রিতে পর্নহাবের ওয়েবসাইটে ভিডিও দেখতে পাবেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পর্নসাইট কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ইউরোপীয় এই দেশটিতে পুরোপুরি অবরুদ্ধদশা তৈরি হওয়ায় তাদের ওয়েবসাইটের ভিডিও ফ্রিতে উন্মুক্ত করে দেয়া হয়েছে। তবে এর ব্যয় সাইটটির আরেক প্ল্যাটফর্ম মডেলহাব থেকে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিয় ইতালিয়া, আমরা তোমাদের ভালোবাসি! প্রাদুর্ভাবের সময় মডেলহাব প্ল্যাটফর্মের আয়ের একটি অংশ ইতালিকে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে পর্নহাব। মার্চ থেকেই এই সহায়তা শুরু হবে।

ইতালিতে যারা বাড়িতে অবরুদ্ধ আছেন; তারা চলতি সপ্তাহ থেকে পুরো মাসের জন্য ফ্রিতে পর্নহাব প্রিমিয়াম অ্যাকসেস পাবেন। এ সময় সাইটে প্রবেশ করে ভিডিও দেখার জন্য কোনও ধরনের ক্রেডিট কার্ড ব্যবহারের দরকার হবে না।

২০০৭ সালে চালু হওয়া পর্নহাব এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম পর্ন সাইট। গত বছর ৪ হাজার ২০০ কোটি বার এই সাইটে ঢুকে ভিডিও দেখেছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। এছাড়া দিনে গড়ে সাড়ে ১১ কোটি মানুষ সাইটে ভিজিট করেন।

পর্নহাবের শীর্ষ ২০ দেশের ভিজিটরের তালিকায় ইতালির অবস্থান সপ্তম। তবে পর্নহাবে পর্ন দেখার এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র (প্রথম), জাপান (দ্বিতীয়) ও যুক্তরাজ্য (তৃতীয়)।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে এই ভাইরাসে উপস্থিতি ধরা পড়ে। চীনে ৩ হাজার ১৬৯ জনের প্রাণ কেড়ে নেয়া এই ভাইরাস এখন বিশ্বের শতাধিক দেশে ছড়িয়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৯০৬ জন এবং মারা গেছেন চার হাজার ৭০১ জন।

চীনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এই মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করেছে ইতালিতে। চীনের বাইরে সর্বোচ্চ আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা এখন ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত ১২ হাজার ৪৬২ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মারা গেছেন ৮২৭ জন।

এসআইএস/জেআইএম