ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত স্প্যানিশ মন্ত্রী, কোয়ারেন্টাইনে উপপ্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১২ মার্চ ২০২০

স্পেনের সাম্যবিষয়ক নারী মন্ত্রীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। করোনার পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসার পর তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার স্বামী, দেশটির উপপ্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পোদেমসের নেতা পাবলো ইগলিসিয়াসও স্ত্রীর সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছেন।

বৃহস্পতিবার স্পেন সরকারের এক বিবৃতিতে ওই মন্ত্রী ও তার স্বামীকে কোয়ারেন্টাইনে রাখার তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী পাবলো-ও কোয়ারেন্টাইনে আছেন।

বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে সরকারের সব সদস্যের করোনা পরীক্ষা করা হবে। পরবর্তীতে এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে ইঙ্গিত দেয়া হয়েছে।

ফরাসী বার্তাসংস্থা এএফপি বলছে, মন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীকে কোয়ারেন্টাইনে রাখার এই ঘোষণা দেয়া হয়েছে দেশটির মন্ত্রিসভার সদস্যদের বিশেষ এক বৈঠকের মাত্র দুই ঘণ্টা আগে। ওই বৈঠকে করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় জরুরি পদক্ষেপের ব্যাপারে আলোচনা করা হতে পারে।

সরকারি ওই বিবৃতিতে বলা হয়েছে, যেসব মন্ত্রী অথবা এমপির প্রয়োজন আছে শুধুমাত্র তারাই করোনাবিষয়ক এই বৈঠকে উপস্থিত থাকবেন। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্র পেদ্রো স্যাঞ্চেজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন।

দেশটির গত তিনদিনে ক্রমান্বয়ে করোনা সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় বৃহস্পতিবার সরকারি ওই বিবৃতি দেয়া হয়। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত স্পেনে দুই হাজার জন সংক্রমিত হয়েছেন। এছাড়া মারা গেছেন অন্তত ৪৮ জন। সংক্রমিত এবং মৃতদের অধিকাংশই দেশটির মাদ্রিদ অঞ্চলের।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে এই ভাইরাসে উপস্থিতি ধরা পড়ে। চীনে ৩ হাজার ১৬৯ জনের প্রাণ কেড়ে নেয়া এই ভাইরাস এখন বিশ্বের শতাধিক দেশে ছড়িয়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৮২ জন এবং মারা গেছেন চার হাজার ৭০১ জন।

এসআইএস/জেআইএম