ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদিতে নতুন করে করোনায় আক্রান্ত ২৪, মোট ৪৫

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৪৮ এএম, ১২ মার্চ ২০২০

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে নতুন করে আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্তদের মধ্যে এক সৌদি পুরুষ ও এক সৌদি নারী সম্প্রতি ইরাক থেকে দেশে ফিরেছেন। অপরদিকে করোনায় আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে থাকা তার ১২ বছর বয়সী নাতনীও করোনায় আক্রান্ত হয়েছে।

এর আগে কাতিফ এলাকায় থাকা ওই ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। সম্প্রতি তিনি ইরান থেকে দেশে ফিরেছেন। এছাড়া সৌদি নতুন করে করোনায় আক্রান্ত বাকি ২১ জন মিসরের নাগরিক। বুধবার তাদের করোনায় আক্রান্তের বিষয়টি ধরা পড়ে।

সৌদিতে করোনায় আক্রান্ত ৪৫ জনের মধ্যে একজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া বাকিদের কেউ কেউ কোয়ারেন্টাইনে অথবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কাজ করে যাচ্ছে প্রশাসন।

আগামী ১১ মার্চ পর্যন্ত সাময়িক সময়ের জন্য সব সিনেমা থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এসব থিয়েটার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। অপরদিকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে থাকা নিজ দেশের যাত্রীদের ৭২ ঘণ্টা সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা চাইলে দেশে ফিরতে পারবে।

ওমান, ফ্রান্স, জার্মানি, তুর্কি, স্পেন, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, লেবানন, সিরিয়া, ইরাক, মিসর, ইতালি এবং দক্ষিণ কোরিয়ায় নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা এনেছে সৌদি। একই সঙ্গে এসব দেশ থেকে কেউ সৌদিতে প্রবেশও করতে পারবে না।

এর আগে গত ১ মার্চ সৌদি এক ঘোষণায় জানিয়েছে যে, তারা করোনাভাইরাসের চিকিৎসায় ২৫ হাসপাতাল এবং ৮ হাজার শয্যা প্রস্তুত করছে।

টিটিএন/এমকেএইচ