ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে করোনা রুখতে গোমূত্র ও গোবরের তৈরি স্যানিটাইজার!

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:১৩ এএম, ১২ মার্চ ২০২০

করোনাভাইরাস আতঙ্কে পুরো বিশ্ব। এখনো এর সঠিক কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটিকে ইতোমধ্যে ‘বৈশ্বিক মহামারি’ বলে ঘোষণা দিয়েছে। চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়ে ৪ হাজার ২৯৯ জনের। ভারতেও এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা একশর কাছাকাছি। প্রতিনিয়ত দেশটির বিভিন্ন রাজ্যে সংক্রমিত হচ্ছে এ ভাইরাসটি।

করোনাভাইরাসের যখন এই ভয়াবহ রূপ ঠিক তখনই ভারতের আসাম রাজ্যের বিধানসভার বিজেপি সদস্য সুমন হরিপ্রিয়া বলেছেন এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সক্ষম গোমূত্র ও গোবর।

বিজেপি নেতার এমন বক্তব্যের পরই সামনে আসলো গোমূত্র দিয়ে তৈরি স্যানিটাইজার ও গোবর দিয়ে তৈরি সাবান। অনলাইনে বিক্রি হচ্ছে এসব পণ্য। করোনা প্রদুর্ভাব রুখতে ভারতে এ পণ্যের চাহিদা ও বিক্রি বেড়েছে কয়েকগুণ।

গোমূত্র দিয়ে তৈরি কাউপ্যাথি হ্যান্ড স্যানিটাইজার ও গোবর দিয়ে তৈরি ‘কাউপ্যাথি’ সাবান পাওয়া যাচ্ছে দেশটির বিভিন্ন ই-কমার্স সাইটে।

jagonews24

‘কাউপ্যাথি’ স্যানিটাইজারের বিবরণে লেখা,‘দেশি গরুর বিশুদ্ধ গোমূত্র দিয়ে তৈরি হয়েছে এটি। একইসঙ্গে যাতে কোনো গন্ধ না বের হয়, সেজন্য এর সঙ্গে অ্যারোমা এসেনশিয়াল অয়েল ও গঙ্গাজল মেশানো হয়েছে।

বিবরণে আরও বলা হয়েছে, ‘এতে কোনো অ্যালকোহল নেই। আপনার হাতকে এটা আর্দ্র ও কোমল রাখবে।’

যদিও এই স্যানিটাইজার ও সাবান করোনাভাইরাসের সংক্রমণ রুখেছে এমন কোনো প্রমাণ নেই। কিন্তু এই স্যানিটাইজার ও সাবার বিক্রি নিয়ে ভারতজুড়ে চাঞ্চল্য শুরু হয়েছে।

৫০ মিলিলিটারের দুইটি হ্যান্ড স্যানিটাইজারের দাম রাখা হয়েছে ১০০ টাকা। অন্যদিকে ‘কাউপ্যাথি’ নামের ছয়-সাতটি সাবান ২১০ টাকায় পাওয়া যাচ্ছে এসব ই-কমার্স সাইটে।

এমএফ/এমকেএইচ