ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মিশেলের নির্বাচনী অনুষ্ঠানে করোনার ছোবল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:২৫ এএম, ১২ মার্চ ২০২০

২০২০ সালের নির্বাচন সামনে রেখে প্রথম যে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সে অনুষ্ঠানটি পিছিয়ে যাচ্ছে।

আসছে ২৭ মার্চ মিশিগানে নিজের অলাভজনক প্রতিষ্ঠান 'হোয়েন উই অল ভোট' এর একটি অনুষ্ঠানে তার হাজির হওয়ার কথা ছিল।

তবে বুধবার আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ওই অনুষ্ঠানে যাদের যোগ দেয়ার কথা ছিল তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি মাথায় রেখে সতর্কতা হিসেবে অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হচ্ছে। পুরে সুবিধাজনক সময়ে এ অনুষ্ঠানের সূচি পুনর্নিধারণের চেষ্টা করা হবে।

করোনাভাইরাসের কারণে এর আগে মঙ্গলবার রাতে র্যালি বাতিল করেছেন বার্নি স্যান্ডার্স ও জো বিডেন। স্যান্ডার্স ও বিডেনের যেখানে ওহিওতে বড় একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার কথা ছিল সেখানে তাদের আগের পরিকল্পনা বাতিল করতে হয়েছে। শেষ পর্যন্ত বিডেন ফিলাডেলফিয়ায় ছোট পরিসরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এখান থেকেই তার নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে।

তবে এর বিপরীত অবস্থা দেখা গেছে ট্রাম্প শিবিরে। সেখানে নতুন করে অনুষ্ঠানের সূচির কথা জানানো হয়েছে।

মিশেল ও তার সংস্থা শুরুতেই মিশিগানকে বেছে নিয়েছে তার কারণ হলো- ২০১৬ সালের নির্বাচনে যে তিনটি অঙ্গরাজ্য ডেমোক্রেটদের হাতছাড়া হয়েছিল এই মিশিগান তার একটি। হোয়েন উই অল ভোটকে নির্দলীয় সংস্থা বলা হলেও সংস্থাটি যেভাবে কাজ করছে তাতে ডেমোক্রেট প্রার্থীর পক্ষে টার্নআউট বাড়বে বলে মনে করা হচ্ছে।

স্যান্ডার্স ও বিডেন বলছেন, নির্বচানী প্রচারণার কারণে জনসমাগমের ফলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। ফলে তাদের র্যালি বাতিলের কথা ভাবতে হচ্ছে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের দিক থেকে এখনও এমন কোনো বক্তব্য আসেনি। তিনি বরং আগের পরিকল্পনা মোতাবেকই বৃহস্পতিবার লাস ভেগাস যাচ্ছেন, সেখাসে তিনি রিপাবলিকান জিউস কোয়ালিশনের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। এর পাশপাশি ডেনভার, কলোরাডো যাওয়ার পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের, তবে সেখানে র্যালি হবে কি না সেটি স্পষ্ট নয়। এছাড়া উইসকনসিনে ক্যাথলিকদের একটি অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন তিনি।

সূত্র : ডেইল মেইল

এনএফ/এমকেএইচ