ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১০ অক্টোবর ২০১৫

নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা পদত্যাগ করেছেন। নির্বাচনের আগে শনিবার তিনি দেশটির প্রেসিডেন্ট রাম বরণ যাদবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সুশীল কৈরালা দেশটির সবচেয় বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের হয়ে ২০১৪ সালের নির্বাচনে অংশ নেন। পরে তিনি নির্বাচনে জয় লাভ করে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সম্প্রতি তার নেতৃত্বেই দেশটির নতুন সংবিধান পাস হয়েছে। ফলে নেপাল বিশ্বের একক হিন্দু রাষ্ট্রের খেতাব থেকে বের হয়ে এসেছে।

দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান খাদগা প্রাসাদ শর্মা অলির নাম শোনা যাচ্ছে।

এসআইএস/আরআইপি