ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনাভাইরাস : সৌদিতে নামাজে বিশেষ নির্দেশনা

ক ম জামাল উদ্দীন | প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১০ মার্চ ২০২০

করোনাভাইরাস আতঙ্কে নামাজ ও খুতবায় বিশেষ নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) এক টুইট বার্তায় দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রী ড. আবদুল্লাতিফ আল-শেখ নতুন এ নির্দেশনা জারি করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে নেয়া কর্মসূচি জোরদার করার অংশ হিসেবে নামাজ সম্পর্কিত কয়েকটি অস্থায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করেন তিনি। এর মধ্যে সব মসজিদে নামাজের প্রথম আজান এবং দ্বিতীয় প্রার্থনার (ইকামাহ) দশ মিনিটের মধ্যে সময় নির্ধারণের অন্তর্ভুক্ত রয়েছে।

টুইট বার্তায় ড. আবদুল্লাতিফ বলেন, ‘রাজ্যের সব মসজিদে নামাজের প্রথম আজান এবং দ্বিতীয় প্রার্থনা (ইকামাহ) দশ মিনিটে শেষ করা উচিত। আর শুক্রবারের খুতবা ও নামাজ সর্বাধিক সময় ১৫ মিনিটের বেশি হওয়া উচিত নয়।’

মাগরিবের নামাজের আগে যেন কোনো ইফতার বা খাবারের ব্যবস্থা, ইতিকাফ (মসজিদে ভিতরে ইবাদতের জন্য নির্জনতা) এবং খাবার ও খেজুর ও সেই সঙ্গে উপাসনার জন্য জড়ো হওয়া জায়গাগুলো থেকে পানীয় জলের জন্য ব্যবহৃত কাপগুলো অপসারণেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে এ ভাইরানে এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

করোনা প্রতিরোধে সৌদি সরকার আগেই কাবা শরিফ এবং মদিনা শরিফের দুই পবিত্র মসজিদে বিশেষ জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে। এছাড়া মক্কার মসজিদে হারামের স্কেলেটরে (চলন্ত সিড়ি) করোনাভাইরাস প্রতিরোধে সংক্রামক জীবানুনাশক অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৫৬ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ৮২৮ জন। বিশ্বের ১০৯টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৭ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৩৬ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫১৩ এবং মৃত্যু হয়েছে ৫৪ জনের।

চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। দেশটিতে একদিনেই ১৩৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৩ জনে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৭২ জনে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে ইতালি সরকার। অপরদিকে, ইরানে এখন পর্যন্ত ৭ হাজার ১৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৩৭ জন।

এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দুজন ইতালিফেরত। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

এমএসএইচ/পিআর