ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিঙ্গাপুরে নতুন করে করোনায় আক্রান্ত ১০, মোট ১৬০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১০ মার্চ ২০২০

সিঙ্গাপুরে সোমবার নতুন করে করোনাভাইরাসে আরও ১০ জন আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত ১৬০ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। তবে ভালো খবর হচ্ছে দেশটিতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কারও মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া করোনায় আক্রান্ত ৯৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

দেশটিতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন করে আক্রান্ত হওয়া ১০ জনের মধ্যে ৩ জন বিদেশি নাগরিক। এদের মধ্যে দু'জন ইন্দোনেশিয়ার এবং একজন যুক্তরাজ্যের নাগরিক।

করোনায় আক্রান্তদের বেশ কয়েকজনকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনের অবস্থা স্থিতিশীল আছে এবং তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোভিড-১৯ টেস্ট ফ্রি করে দিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

jagonews24

অপরদিকে, মঙ্গলবার কোস্টা ফরচুনা নামের একটি প্রমোদতরী সিঙ্গাপুরে নোঙ্গর করার কথা। সিঙ্গাপুরের সমুদ্র ও বন্দর কর্তৃপক্ষ এবং দেশটির পর্যটন বোর্ড জানিয়েছে, ওই প্রমোদতরী থেকে যাত্রীরা নামার পর তাদের প্রত্যেককেই স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

এর আগে অন্যান্য দেশের বন্দরে নোঙ্গর করতে চাইলেও ওই প্রমোদতরীটিকে ফিরিয়ে দেয়া হয়। ওই প্রমোদতরীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এর কোনো যাত্রীর শরীরে জ্বর বা করোনার কোনো লক্ষণ দেখা যায়নি।

এদিকে, করোনার প্রকোপ থেকে বাঁচতে কেবিন ক্রুদের মাস্ক পরে ফ্লাইটে অংশ নিতে বলেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটাকে তাদের স্টাফ এবং বিমানের যাত্রীদের করোনার ঝুঁকি এড়ানোর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত রোববার দেশটিতে নতুন করে ১২ জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

jagonews24

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবার করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপরই এই ভাইরাস চীনের অন্যান্য শহরসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪ হাজার ২৭ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৬৪ হাজার ৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে চীনে। সেখানে ৮০ হাজার ৭৫৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ১৩৬ জন। চীনের পর ইতালিতে সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২ এবং মৃতের সংখ্যা ৪৬৩।

টিটিএন/এমকেএইচ