ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘর্ষ : সেনাবাহিনীর গুলিতে নিহত ৬

প্রকাশিত: ০৫:৫৪ এএম, ১০ অক্টোবর ২০১৫

গাজা উপত্যকায় ইসরায়েলি ও ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে ব্যাপক সংর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে অন্তত ছয় ফিলিস্তিনী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো কয়েক ডজন। শনিবার আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত কয়েক দিন ধরেই জেরুজালেমের অাল অাকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটছে। এর আগে পূর্ব তীরে ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে তিন ইসরায়েলী আহত হয়েছেন।

এর পরই শুক্রবার কয়েক শ` ফিলিস্তিনি গাজা সীমান্তের কাছে বিক্ষোভ করতে থাকে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলি সেনারা গুলি ছুঁড়লে অন্তত ছয় জন নিহত হয়। নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোর রয়েছে।

শনিবার সকালের দিকে গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানো হয়েছে। তবে হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে পূর্ব জেরুজালেমে এক ফিলিস্তিনী নিহত হয়েছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, সীমান্তে বেড়ার কাছে এসে অন্তত এক হাজার ফিলিস্তিনি বিক্ষোভ করে। এ সময় তারা সেনাসদস্যদের ওপর পাথর ছুঁড়ে মারে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সহিংসতা তৈরির চেষ্টা করে। পরে সেনাসদস্যরা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

এসআইএস/এমএস