ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনা : বেতনসহ ছুটি পাবেন উবারের ড্রাইভার-কর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৮ মার্চ ২০২০

চালক বা ডেলিভারিম্যানদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত বা সন্দেহভাজন হওয়ায় কোয়ারেন্টাইনে থাকলে তাকে অর্থসহ ১৪ দিনের ছুটি (পেইড সিক লিভ) দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান উবার। তাদের চালকরা সাধারণত স্বাধীনকর্মী হওয়ায় এতদিন কোনও ক্ষতিপূরণের ব্যবস্থা ছিল না উবারের। কিন্তু, বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সেই নীতিতে পরিবর্তন আনলো প্রতিষ্ঠানটি।

উবারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড শনিবার এক বিবৃতিতে বলেন, আমরা কোভিড-১৯ আক্রান্ত বা জনস্বাস্থ্য কর্তৃপক্ষের নিদের্শনায় কোয়ারেন্টাইনে থাকা চালক ও ডেলিভারিম্যানদের সহযোগিতা করছি। এমন পরিস্থিতি পড়লে তারা ১৪ দিন পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন।

এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে এই নীতি চালু করেছে উবার। পর্যায়ক্রমে সারাবিশ্বেই এটি চালু হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটি। তবে, ক্ষতিপূরণ হিসেবে কর্মীরা কী পরিমাণ অর্থ পাবেন তা জানানো হয়নি।

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ানোর পরপরই এই নীতিগত পরিবর্তন আনার ঘোষণা দিলো উবার। এ পর্যন্ত ১০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ২১১ জন, এর মধ্যে মারা গেছেন অন্তত ৩ হাজার ৬০০ জন।

করোনাভাইরাসের উৎস চীনে এ পর্যন্ত ৩ হাজার ৯৭ জন প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৬৯৬ জন। এছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৫৭ হাজার ৮৫ জন।

সূত্র: সিএনএন

কেএএ/পিআর