চীনে ৫ তলা কোয়ারেন্টাইন সেন্টারে ধস, বহু হতাহতের শঙ্কা
চীনে করোনাভাইরাসে আক্রান্তদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহৃত পাঁচতলা একটি ভবন ধসেপড়েছে। ধারণা করা হচ্ছে, ধসের সময় ভবনটির ভেতর অন্তত ৭০ জন মানুষ ছিলেন। এ পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে, বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ফুজিয়ান প্রদেশের কুয়ানঝৌ শহরে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ২০১৮ সালের জুনে চালু হওয়া শিনজিয়া এক্সপ্রেস হোটেলটিকে করোনা সংক্রমণের পর বিশেষায়িত হাসপাতালে পরিণত করে স্থানীয় প্রশাসন। সেখানে করোনাভাইরাসে আক্রান্তদের কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হতো। শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ ভবনটি ধসে পড়ে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ভবনের ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দেড় শতাধিক কর্মী কাজ করছেন। চীনা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে যাবেন বলে জানা গেছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
কেএএ/এমকেএইচ