করোনা সংকট : মার্চে লুফথানসার ৭ হাজার ফ্লাইট বাতিল
ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় চলতি মাসে সাত হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে জার্মানির রাষ্ট্রীয় বিমান সংস্থা লুফথানসা। বাতিল হওয়া ফ্লাইটের বেশিরভাগই জার্মানির অভ্যন্তরীণ ও ইতালি রুটের। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লুফথানসা।
তারা জানায়, মার্চে জার্মান প্রতিষ্ঠানটির ৭ হাজার ১০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যা তাদের মোট ফ্লাইট পরিচালনার প্রায় ২৫ শতাংশ। ইতোমধ্যে ফ্লাইট বাতিলের বিষয়টি গ্রাহকদের জানিয়ে দেয়া হয়েছে।
কিছুদিন আগেই লুফথানসা জানিয়েছিল, করোনা সংকটে যাত্রী কমে যাওয়ায় তাদের ৭৭০টি বিমানের মধ্যে ১৫০টিই বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শুধু যাত্রীচাহিদা ও ফ্লাইট কমে যাওয়াই নয়, লুফথানসা বড় লোকসানের মুখে পড়েছে শেয়ারবাজারেও। চলতি বছরে তাদের শেয়ারের দর কমে গেছে প্রায় ২৯ শতাংশ।
ক্ষতির মুখে অন্যান্য এয়ারলাইনগুলোও। এ বছর ইউনাইটেড এয়ারলাইনসের দর পড়ে গেছে ৩২ শতাংশ। এছাড়া, ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে ব্রিটিশ এয়ারওয়েজও। যাত্রীচাহিদা কমে যাওয়ায় তারা বিজনেস ক্লাসের টিকিট বিক্রি করছে একেবারে পানির দামে।
গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো ধরা পড়ার পর বিশ্বের অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এতে চীনে মারা গেছেন তিন হাজারেরও বেশি মানুষ, আক্রান্ত ৮০ হাজার ৫৫২ জন। এরপর সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে অন্তত ৬ হাজার ২৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৪২ জন।
মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১৪৮ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৫৮ জন।
জার্মানিতে অন্তত চারশ’ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তবে কেউ মারা যাননি। ফ্রান্সে ৪২৩ জন করোনা আক্রান্ত হয়েছে, মারা গেছেন সাতজন। স্পেনে ২৬১ জন আক্রান্ত, প্রাণ হারিয়েছেন তিনজন। যুক্তরাজ্যে ১১৫ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন। এছাড়া সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, আইসল্যান্ডেও অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
সূত্র: সিএনএন/ সাউথ চায়না মর্নিং পোস্ট
কেএএ/এমএস