ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় আইএসের হামলায় ইরানি জেনারেল নিহত

প্রকাশিত: ১১:০৫ এএম, ০৯ অক্টোবর ২০১৫

সিরিয়ার আলেপ্পো শহরের কাছে ইরানের সামরিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন হামেদানি নিহত হয়েছেন। ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। সিরিয়ার সেনাবাহিনীকে সামরিক পরামর্শকের দায়িত্ব পালন করছিলেন হামেদানি। খবর প্রেস টিভির।

শুক্রবার ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশন গার্ডস কোরের (আইআরজিসি) এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে আলেপ্পো শহরের কাছে হামেদানিকে হত্যা করেছে আইএস জঙ্গিরা।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র ইরান। এদিকে সিরিয়ায় আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করেছে রাশিয়া। বুধবার রুশ বিমান বাহিনীর ছোড়া ক্ষেপনাস্ত্র ইরানে পড়েছে বলে অভিযোগ করেছে দেশটি। তবে ইরানের এ অভিযোগকে নাকচ করে দিয়েছে রাশিয়া।

এছাড়া তুরস্কের আকাশসীমাও লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। সিরিয়ায় রাশিয়ার হামলাকে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ন্যাটো।

২০১১ সালের পর থেকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে সিরিয়ার কয়েক লাখ মানুষ।

এসআইএস/এমএস