চীনের পরেই ইরান, করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬
মহামারি করোনাভাইরাসের প্রকোপ পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। দেশটিতে ৬৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ১৫০০ জন সংক্রমণের শিকার হয়েছেন। এখন পর্যন্ত সারা বিশ্বে ৩ হাজার ৮৪ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্তে সংখ্যা ৯০ হাজার ১৮১ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার করোনার পরিস্থিতি নজরদারি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল তেহরান গেছে। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি টেলিভিশনের এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নতুন করে ৫২৩টি সংক্রমণের ঘটনা এবং ১২ জনের মৃত্যুর খবর এসেছে। এখন পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা ১৫০১ জন এবং মৃত ৬৬ জনে দাঁড়িয়েছে।
দেশটির মুখপাত্র আলি রাবেই বলেছেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে শনিবার যে ছুটি ঘোষণা করা হয়েছিল তা চলতি সপ্তাহের শেষ পর্যন্ত চলবে। চীনের থেকে করোনাভাইরাসে মৃত্যু ইরানে সবচেয়ে বেশি।
সপ্তাহব্যাপী এই সফরে দেশের স্বাস্থ্যক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিস্তারিত পরামর্শ দেবেন। হাসপাতালের অবকাঠামো দেখে পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা তাও দেখবেন বলেই জানা গেছে।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এই করোনা এখন পর্যন্ত বিশ্বের ৬০টি দেশে ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের বিস্তারের ঘটনায় বৈশ্বিক স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করে মহামারির শঙ্কা প্রকাশ করেছে।
চীনে ২ হাজার ৯১২ জনের প্রাণ কেড়ে নেয়া এই ভাইরাস এখন বিশ্বের অর্ধ-শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ১৮১ জন। এরমধ্যে শুধুমাত্র চীনেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ২৬ জন। দেশটির বাইরে সাত মহাদেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে প্রাণ গেছে ১৩৬ জনের।
এমআরএম