ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনার বিস্তার ব্যাপক হচ্ছে, বিশ্ব শেয়ারবাজারে টানা দরপতন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০

সাব-সাহারা আফ্রিকার প্রথম দেশ হিসেবে নাইজেরিয়ায় প্রথমবারের মতো করোনা আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে আজ শুক্রবার। ভাইরাসটির বিস্তার ঠেকাতে বিশ্বের অন্যতম একটি গাড়ি প্রদর্শনী বাতিল হয়েছে। এদিকে প্রাণঘাতী এই মহামারির কারণে বিশ্বের শেয়ারবাজারগুলোতে টানা দরপতন চলছেই। দাম কমেছে জ্বালানি তেলের।

বার্তা সংস্থা এএফপি বলছে, গেল এক সপ্তাহে এই ভাইরাস বিশ্বব্যাপী দ্রুত বিস্তার লাভ করছে। বরফে ঢাকা অ্যান্টার্কটিকা বাদে বিশ্বের ছয় মহাদেশেই করোনাভাইরাস এখন এক আতঙ্কের নাম। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান জনবহুল স্থানে ভ্রমণ ও জমায়েত হওয়া থেকে বিরত রাখছে মানুষকে।

সর্বশেষ দেশ হিসেবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সুইজারল্যান্ড। আজ শুক্রবার দেশটির সরকার হাজারের এক বেশি মানুষের সমাগম ঘটবে, এমন সব ইভেন্ট আগামী ১৫ তারিখ পর্যন্ত বাতিল করার ঘোষণা দিয়েছে। এর ফলে বিশ্বের গাড়ি শিল্পের জন্য বড় আয়োজন ‘জেনেভা ইন্টারন্যাশনাল মোটর শো’ বাতিল হয়েছে।

ইতোমধ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২ হাজার ৮৬৭ এবং বিশ্বব্যাপী কোভিড-১৯ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা এখন ৮৩ হাজারেরও বেশি—যার বেশিরভাগ চীনে। তবে দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানসহ অন্যান্য দেশে এর বিস্তারের মাত্রা যেভাবে বাড়ছে, তা চলতে থাকলে এর প্রতিরোধ সম্ভব হবে না বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইতোমধ্যে অর্ধশতাধিক দেশে নতুন এই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গতকাল বৃহস্পতিবার বলেন, বিশ্ব এখন চূড়ান্ত অবস্থার মুখে। তবে দেশগুলো এখনো যদি তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাহলে এই মহামারি প্রতিরোধ করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

গতকাল জেনেভায় জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে তিনি বলেন, ‘কোনো দেশ যদি মনে করে থাকে যে তাদের দেশে করোনা সংক্রমণের ঘটনা ঘটবে না; তাহলে এটাই হবে তাদের জন্য প্রাণঘাতী এক ভুল, একদম সত্যিকার অর্থেই। এই ভাইরাস সীমান্তকে ন্যূনতম সম্মানও জানাচ্ছে না।’

বিশ্ব শেয়ার বাজারে টানা দরপতন
গত এক সপ্তাহ ধরে বিশ্ব শেয়ারবাজারে চরম অস্থিতিশীলতা চলছে। টানা দরপতনের ঘটনা ঘটেছে বিশ্বের বড় বড় সব শেয়ারবাজারে। আর এর এটা পরিস্কার বোঝা যাচ্ছে, এই ভাইরাস বিশ্ব অর্থনীতির মারাত্মক এক বিপর্যয় ডেকে আনবে। শুক্রবার ইউরোপীয় একচেঞ্জ ৩ শতাংশ মূল্য হারিয়েছে, এদিকে এশিয়া আর যুক্তরাষ্ট্রের বিরাট ক্ষতির মুখে।

wall

গত ছয় দিনে বিশ্বের শেয়ারবাজারগুলো ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের মূল্য হারিয়েছে। গতকাল ওয়ালস্ট্রিটের প্রধান সূচক ডাও জোন্স ও এসঅ্যান্ডপি ৪ দশমিক ৪ শতাংশ এবং নাসডাক সূচক হারিয়েছে ৪ দশমিক ৬ শতাংশ। লন্ডন স্টক এক্সচেঞ্জভিত্তিক এফটিএসই ১০০ সূচকটি সাড়ে ৩ শতাংশ কমেছে। জাপানের নিকেই সূচক কমেছে ২ শতাংশ।

এদিকে গত একবছরের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। তেলের মূল্য কমেছে ৪ শতাংশ। এপ্রিল ডেলিভারির বেন্ট অয়েলের ব্যারেলপ্রতি মূল্য এখন ৫০ দশমিক ০৫ ডলার। বিশ্বব্যাপী বিমান পরিবহন খাতে যাত্রী কমেছে ৩০ শতাংশ। এদিকে করোনা সংকটে ব্যবসায়িক ভ্রমণ বন্ধ করছে ইউরোপীয় কোম্পানিগুলো

বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন যে, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনের বছরের প্রথম প্রান্তিকের প্রবৃদ্ধি অনেকটা কমে যাবে। কেননা করোনাভাইরাস মোকাবিলার জন্য কোয়ারেন্টাইন কিংবা প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে দেশটির বেশিরভাগ অঞ্চল এখন প্রায় অচল। দেশটির হুবেই প্রদেশের উহান থেকে ভাইরাসটির উৎপত্তি।

এসএ/জেআইএম