ভারতে ট্রাম্পের নৈশভোজে ‘অনিমন্ত্রিত অতিথির’ হানা!
গত সপ্তাহে প্রথমবারের মতো ভারত সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘সেরা বন্ধুর’ খাতির-যত্নে কোনও কমতি রাখেননি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের শেষদিন গত মঙ্গলবার ট্রাম্পের সম্মানে রাজকীয় নৈশভোজের আয়োজন করা হয়েছিল ভারতের রাষ্ট্রপতি ভবনে, এসেছিলেন গণ্যমান্য অতিথিরা। তবে এর মধ্যেই হানা দিয়েছে এক অনিমন্ত্রিত অতিথি!
না, কোনও মানুষ নয়, এদিন রাষ্ট্রপতি ভবনে খাবার খেতে এসেছিল একটি বানর। তবে দুর্ভাগ্য! মানুষ অতিথিদের মতো ভালো-মন্দ খাবার জোটেনি তার, ভবনের বারান্দায় থাকা গাছের পাতা খেয়েই বিদায় নিতে হয়েছে বানরটিকে।
ওই নৈশভোজে অংশ নিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতপরিচালক এ আর রহমান। বানরের পাতা খাওয়ার দৃশ্য ভিডিওধারণ করে ইনস্টাগ্রামে ছাড়েন তিনি। এরপর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেটি। ভিডিওর ক্যাপশনে এ আর রহমান লিখেছেন, ‘এদিকে আমাদের ছোট্ট বন্ধুও রাতের খাবার খাচ্ছে!’ এছাড়া, রাষ্ট্রপতি ভবনে অতিথিদের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেছেন তিনি।
ট্রাম্পের সম্মানে আয়োজিত এ নৈশভোজে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মনোহর লাল খাট্টার, বিএস ইয়েদুরাপ্পা, চন্দ্রশেখর রাও, দেশটির প্রধান বিচারপতি এস এ বোবদে, বিশেষ প্রতিরক্ষা অধ্যক্ষ বিপিন রাওয়াত, উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি, কোটাক মাহিন্দ্রা, এ আর রহমানসহ আরও অনেক তারকা। পরে রামনাথ কোবিন্দ ও ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক ছবি তোলেন। এরপর নেতাদের মধ্যে কথাবার্তা হয়। যেখানে রামনাথ কোবিন্দ বলেন, ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটা গভীর তা ট্রাম্পকে স্বাগত জানাতে আসা বিপুল সংখ্যক মানুষ দেখেই বোঝা যায়।
সূত্র: এনডিটিভি
কেএএ/এমএস