কিশোরী পরিবেশকর্মী গ্রেটার নামে নতুন আবিষ্কৃত শামুকের নামকরণ
জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্দোলনে সাড়া জাগানো সুইডেনের কিশোরী কর্মী গ্রেটা থুনবার্গ (১৬)। গুঞ্জন ছিল ২০১৯ সালের শান্তিতে নোবেল পুরস্কার গ্রেটার ঝুলিতেই যাচ্ছে। তবে শেষ পর্যন্ত নিরাশ হতে হয়েছে তাকে। তবে নোবেল কর্তৃপক্ষ তাকে নিরাশ করলেও তার প্রতি সম্মান জানিয়েছে টাইম ম্যাগাজিন। ২০১৯ সালের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত করেছে তাকে। এবার শোনা গেল, নতুন আবিষ্কৃত শামুকের এক প্রজাতির নামকরণ করা হয়েছে তার নামে।
সম্প্রতি এক নতুন প্রকৃতির শামুক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সেই শামুকের নাম দেয়া হয়েছে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নামে। নতুন আবিষ্কৃত শামুকটির নাম দেয়া হয়েছে ‘ক্র্যাসপেডোট্রপিস গ্রেটাথুনবার্গ’। এই শামুক ১ মিলিমিটার চাওড়া ও ২ মিলিমিটার লম্বা, যার ধূসর রঙের শুঁড় রয়েছে।
শামুক বিশেষজ্ঞ এক বিজ্ঞানীর ভাষায়, নতুন ধরনের এই শামুক খরাপ্রবণ আবহওয়ায়, প্রচণ্ড গরমে খুব স্পর্শকাতর।
সিটিজেন বিজ্ঞানীদের সঙ্গে কাজে যুক্ত হয়ে টাক্সন এক্সপিডিশনের বিজ্ঞানীরা এই নতুন প্রজন্মের শামুককে আবিষ্কার করেছেন। সিটিজেন বিজ্ঞানী জেপি লিম জানাচ্ছেন, এই শামুকের নাম গ্রেটার নামে রেখে আমরা এই বিষয়ে স্বীকৃতি জানাতে চাই যে, ‘তার প্রজন্ম যেসব সমস্যা তৈরির জন্য দায়ী নয়, তারা সেই সমস্যাগুলো চিহ্নিত করবে।’
এই নতুন প্রজন্মের শামুকের নাম তার নামে রাখা নিয়ে গ্রেটাকে জানানো হলে তিনি জানান, ‘তার নামে একটি শামুকের নাম রাখা হয়েছে, এটা জেনে আমি ভীষণ খুশি এবং উচ্ছ্বসিত।’
তবে এই প্রথমবার কোনো প্রাণীর নাম কোনো ব্যক্তির নাম রাখা হলো না। এর আগে বিটেলের এক নতুন প্রজন্মের নাম বিখ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো দি ক্যাপরিওর নামে রাখা হয়েছিল। সেটিও রেখেছিল টাক্সন এক্সপিডিশনের টিম। সূত্র : আরটি নিউজ
এসআর