ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তানে হিন্দু কিশোরীকে ধর্মান্তরিত করে বিয়ে, আদালতে বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২০

পাকিস্তানের সিন্ধ প্রদেশে হিন্দু ধর্মাবলম্বী কিশোরীকে অপহরণের পর ধর্মান্তরিত করে বিয়ে করার ঘটনা ঘটছে। তবে প্রায় এক মাস পর ওই বিয়ে অবৈধ বলে ঘোষণা করেছেন দেশটির আদালত। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেয়া হয়েছে।

চলতি বছরের ১৫ জানুয়ারি সিন্ধ প্রদেশের জেকোবাবাদ শহর থেকে মেহেক কুমারি নামের নবম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করা হয়। আলি রাজা সোলাঙ্গি নামের অভিযুক্ত ব্যক্তি তাকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করে এবং বিয়েও করে।

তারপরই অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন মেহেকের বাবা বিজয় কুমার। মামলাটি আদালতে উঠলে, মেহেককে মহিলা নিরাপত্তা সেন্টারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তার প্রকৃত বয়স জানতে চান্দকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ডাক্তারি পরীক্ষা করার নির্দেশও দেয়া হয়। পরীক্ষা শেষে প্রতিবেদন হাতে পাওয়ার পর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ওই বিয়ে অবৈধ বলে ঘোষণা করে আদালত।

আদালতে শুনানি চলাকালীন আদালতে মেহেক জানিয়েছিল, সে ইসলাম গ্রহণ করতে চায়নি। সে কাউকে স্বেচ্ছায় বিয়েও করেনি। মা-বাবার কাছে ফিরিয়ে দেয়ার আর্জিও বিচারকের জানায় সে।

এদিকে, রায় ঘোষণাকালীন আদালত চত্বরে মুসলিম ও হিন্দু দুই সম্প্রদায়ের নেতার উপস্থিত ছিলেন। তবে প্রশাসনের তৎপরতায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

এফআর/এমকেএইচ