ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় স্থল অভিযানে রাশিয়ার সমর্থন

প্রকাশিত: ০২:৫৫ এএম, ০৮ অক্টোবর ২০১৫

সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস’র বিরুদ্ধে স্থল অভিযানে রাশিয়া সমর্থন দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার টেলিভিশনে দেয়া বক্তৃতায় পুতিন এ কথা বলেন।

পুতিন বলেন, সিরিয়ার স্থলবাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে সমন্বয় করে রুশ বিমান বাহিনী কার্যকরীভাবে সমর্থন দেবে।

এর আগে লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, সিরিয়ার সরকারি সেনারা হামা প্রদেশে সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালিয়েছে। এ সময় রুশ জঙ্গিবিমান থেকে সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালানো হয়।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদুর রহমান বলেন, এই প্রথমবারের মতো সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের স্থলযুদ্ধে বিমান বাহিনী সমন্বয় করে হামলা চালিয়েছে।
 
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, গত ৩০ সেপ্টেম্বর থেকে বিমান হামলা শুরুর পর এ পর্যন্ত ১১২টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলা আরো জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

আরএস/পিআর