ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হোয়াটস অ্যাপে স্ত্রীকে তিন তালাক!

প্রকাশিত: ১১:২৯ এএম, ০৭ অক্টোবর ২০১৫

ভারতের কেরালা রাজ্যে হোয়াটস অ্যাপে মেসেজ পাঠিয়ে দুবাই প্রবাসী স্বামী তালাকের ঘোষণা দেওয়ার পর সেটাকে চ্যালেঞ্জ করেছেন তার স্ত্রী। এ বিষয়ে রাজ্য মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছেন ওই তরুণী।

এর আগে গত মাসে কেরালার ২১ বছর বয়সী এক মেডিকেল কলেজ ছাত্রীর সঙ্গে দুবাই প্রবাসী এক তরুণের বিয়ে হয়। বিয়ের সাত দিন পরেই ওই তরুণ দুবাই চলে যান। এরপরে তিনি নববিবাহিতা স্ত্রীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

বিভিন্নভাবে যোগাযোগর চেষ্টা করেও স্বামীর সাথে যোগাযোগে ব্যর্থ হন। এরপর বিয়ের এক মাসের মাথায় দুবাই থেকে হোয়াটস অ্যাপ এর মাধ্যমে মেসেজ পাঠিয়ে তালাকের নোটিশ দেন ওই ব্যক্তি।

মহিলা কমিশনের একজন সদস্য বলেছেন, এমনটা মেনে নেয়া যায় না। এদিকে হোয়াটস অ্যাপে তালাকের বৈধতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেরালা রাজ্যে এক-তৃতীয়াংশ মুসলিম জনগোষ্ঠী করে থাকে। হোয়াটস অ্যাপে এই তালাকের বিষয়টিতে মুসলিম সম্প্রদায়ের মাঝে মত-ভিন্নতা তৈরি হয়েছে।

অনেকেই বলছেন, এটি বৈধ তালাক হয়নি। কারণ তালাক যিনি দেবেন তাকে উচ্চারণ করতে হবে কিংবা যিনি তালাকপ্রাপ্ত হবেন তাকেও কানে শুনতে হবে।

সূত্র : বিবিসি।

এসআইএস/আরআইপি