ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনাভাইরাস : রাশিয়ায় কোয়ারেন্টাইন থেকে ২ নারীর পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:২৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০

চীনফেরত লোকজনকে রাশিয়ায় কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। করোনাভাইরাস যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রাশিয়ায় এখন পর্যন্ত দু'জনের করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সে কারণে এ বিষয়ে সতর্কতা অবলম্বণ করছে কর্তৃপক্ষ।

এর মধ্যেই কোয়ারেন্টাইনে থাকা দুই নারী পালিয়ে গেছেন। এখন পর্যন্ত চীনফেরত কয়েকশ মানুষকে কোয়ারেন্টানে রাখা হয়েছে। যাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই অভিযোগ করছেন যে, হাসপাতালে আইসোলেশন রুমের অবস্থা মোটেও ভালো নয়। চিকিৎসকরাও ঠিক মতো সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেছেন তারা।

এসব কারণেই ওই দুই নারী কোয়ারেন্টাইন থেকে পালিয়ে গেছেন। ওই দুই নারী সম্প্রতি চীনের হেইনান প্রদেশ থেকে দেশে ফিরেছেন। রাশিয়ার লোকজনের কাছে হেইনান খুবই জনপ্রিয় একটি পর্যটন স্থান।

এক নারী হাসপাতালের জানালা দিয়ে পালিয়েছেন। অপর নারী দরজার লক ভেঙে পালিয়েছেন। হাসপাতালের অব্যবস্থাপনার কারণে তারা করোনায় আক্রান্ত হয়ে পড়তে পারেন এমন আশঙ্কা থেকেই পালিয়ে গেছেন তারা।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিকে গত একদিনেই চীনে আরও ২৪৪ জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শুধু হুবেই প্রদেশেই মারা গেছেন ২৪২ জন। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৭ জনে।

বৃহস্পতিবার হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১০ জনে। চীনের মূল ভূখণ্ডে মোট মৃত্যুর সংখ্যা কমপক্ষে ১৩৫৫ জন। অপরদিকে চীনের বাইরে হংকং ও ফিলিপাইনে আরও দু'জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

হুবেইতে ৩৩ হাজার ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৩৩৭ জন গুরুতর অবস্থায় রয়েছেন। ৩৩ হাজার ৪৪১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

টিটিএন/জেআইএম