লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদের ৫ বছরের কারাদণ্ড
২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী হাফিজ সাঈদকে সাড়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। সন্ত্রাসবাদী কার্যক্রমে অর্থায়নের অভিযোগে তার বিরুদ্ধে এই রায় দেয়া হলো। ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
পাকিস্তানের জাতীয় দৈনিক ডন অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ইসলামি সংগঠন জামায়াত উদ দাওয়ার (জেইউডি) প্রধান এবং সশস্ত্রগোষ্ঠ লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রমে অর্থায়নের দুটি অভিযোগে আজ বুধবার এ রায় দিয়েছেন লাহোরের একটি সন্ত্রাসবাদবিরোধী আদালত।
পাকিস্তানের আইন অনুযায়ী নিষিদ্ধ একটি সংগঠনের সদস্য হওয়ার কারণে ছয় মাস এবং অবৈধ সম্পত্তি অর্জনের জন্য আরও পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে হাফিজ সাঈদকে। আইনজীবী ইমরান গিল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানান। তবে সাজা কমানোর আবেদন করতে পারবেন তিনি।
হাফিজ সাঈদকে মুম্বাই হামলার প্রধান অভিযুক্ত হিসেবে মনে করা হয়। ২০০৮ সালের ২৬ নভেম্বর চালানো ওই সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন। ভারতের দাবি, এ ঘটনায় হাফিজ সাঈদের জড়িত থাকার প্রমাণ থাকা সত্ত্বেও এত বছর ধরে পাকিস্তান তাকে নিরাপদে চলাফেরা করার সুযোগ তৈরি করে দিচ্ছিল।
২০১৭ সালে সন্ত্রাসবাদ দমন আইনে হাফিজ সাঈদ এবং তার চার সহযোগীকে আটক করে পাকিস্তান। তবে তার ১১ মাস পর, তাদের আটক করে রাখার মেয়াদ বাড়াতে অস্বীকার করে মুক্তি দেয় পঞ্জাবের বিচারবিভাগীয় পর্যালোচনা সংক্রান্ত বোর্ড। প্রসঙ্গত, মার্কিন কর্তৃপক্ষ হাফিজ সাঈদের মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছিল।
এসএ/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ, মেটাকে জরিমানা
- ২ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: এক নজরে দুই প্রার্থী
- ৩ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ৪ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৫ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?