ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনা যন্ত্রাংশের অভাবে এবার গাড়ি উৎপাদন বন্ধ নিশানের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৫২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০

করোনাভাইরাস সংকটে এবার গাড়ি উৎপাদন বন্ধ হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় কোম্পানি নিশানের। চীনা যন্ত্রাংশের অভাবে তারা জাপানের একটি কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ওই কারখানায় নিশানের সেরেনা ও এক্স-ট্রেইল মডেলের গাড়ি তৈরি হয়।

এক বিবৃতিতে নিশান কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ স্বল্পতার কারণে জাপানের কিয়ুশু এলাকার কারখানাটি আগামী ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। তবে দেশটির অন্যান্য কারখানায় যথারীতি উৎপাদন চলবে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে অন্যতম গাড়ি নির্মাণ শিল্প। কারণ বিশ্বের বেশির ভাগ ব্র্যান্ডই মোটর যন্ত্রাংশের জন্য চীনের ওপর নির্ভরশীল। এর মধ্যে করোনাভাইরাসের উৎস ও সবচেয়ে বেশি আক্রান্ত হুবেই প্রদেশের উহান শহর হচ্ছে দেশটির অন্যতম যন্ত্রাংশ প্রস্তুতকারী এলাকা।
ভাইরাস সংক্রমণের পর থেকেই অবরুদ্ধ রয়েছে এসব এলাকা। সেখানে গাড়ি চলাচল নিষিদ্ধ, কল-কারখানাও বন্ধ। ফলে যন্ত্রাংশের অভাবে চরম সংকটে পড়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। মাত্র একটি যন্ত্রাংশের অভাবেই বন্ধ হতে পারে পুরো গাড়ির নির্মাণকাজ।

এর আগে একই কারণে দক্ষিণ কোরিয়ায় কারখানা বন্ধ করেছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। গত সপ্তাহে ফিয়াট জানিয়েছে, তারাও চীনা যন্ত্রাংশের অভাবে ইউরোপের একটি কারখানা বন্ধ রাখার পরিকল্পনা করছে।

চীনা নববর্ষের বর্ধিত ছুটি শেষে গত সোমবার থেকে চীনে কিছু কল-কারখানা খুললেও এখনও বন্ধ বেশিরভাগ। এ সংকট কবে কাটবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। কারণ দেশটিতে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

চীনে এখন পর্যন্ত প্রতিষেধকবিহীন এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ১৬ জন, আক্রান্ত প্রায় ৪৩ হাজার ১০২। প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে আরও অন্তত ২৮টি দেশ ও অঞ্চলে। এর মধ্যে ফিলিপাইন ও হংকংয়ে মারা গেছেন একজন করে।

সূত্র: বিবিসি

কেএএ/এমকেএইচ