ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মস্কোকে তুর্কী প্রেসিডেন্টের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৬:২২ এএম, ০৭ অক্টোবর ২০১৫

রুশ যুদ্ধবিমান পরপর দুবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করায় মস্কোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি বলেন, এর ফলে রাশিয়া আঙ্কারার বন্ধুত্ব হারাতে পারে। খবর বিবিসির।

এরদোয়ান বলেন, তুরস্কের বিরুদ্ধে আগ্রাসনের অর্থ হচ্ছে ন্যাটো জোটের বিরুদ্ধে আগ্রাসন।

সিরিয়া থেকে রুশ যুদ্ধবিমানের তুরস্কের আকাশসীমায় প্রবেশ নিয়ে ন্যাটো এবং তুরস্ক উভয়েই মস্কোর ওপর চাপ বাড়াচ্ছে।

ন্যাটো বলছে, আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি দেখে কোন দুর্ঘটনা বলে মনে হয়নি। ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টল্টেনবার্গ বলেছেন, ওই ঘটনার বিষয়ে রাশিয়া বাস্তব কোনো ব্যাখ্যা এখনো দিতে পারেনি।

সিরিয়া সরকারের সমর্থনে রাশিয়ার হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করে আসছে তুরস্ক এবং ন্যাটো। রাশিয়া বলছে, শনিবারের তাদের বিমানটি খারাপ আবহাওয়ার কারণে খুবই স্বল্পসময়ের জন্য প্রবেশ করেছিলো। রোববার দ্বিতীয় দফায় অনুপ্রবেশের অভিযোগ নিয়েও তারা তদন্ত করছে বলে জানিয়েছে রাশিয়া।

এদিকে, রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ায় বিমান হামলা সমন্বয়ের বিষয়ে একটি যৌথ সামরিক কার্যনির্বাহী পরিষদ গঠনের পরামর্শ দিয়েছে তুরস্ক। তবে আঙ্কারা বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

এসআইএস/এমএস